জনাব মোঃ আব্দুল্লাহেল বাকী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) , বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ

সভ্যতার সূচনালগ্ন থেকেই জ্ঞান পিপাসু মানুষের মধ্যে শিক্ষার আকাঙ্খা শুরু হয়। বিশেষ করে মুসলমানেরা প্রাচীন জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব আয়ত্ব করে এর প্রত্যেকটি শাখার প্রকৃত উন্নতি সাধন করেছিলেন । কালক্রমে তা পৃথিবীর সব জাতির মধ্যেই বিস্তার লাভ করে। পৃথিবী এখন অনেক অগ্রসর, আর সেজন্যই আমাদের অবহেলায় সময় নষ্ট করা উচিৎ নয়। শিক্ষকের মর্যাদা চিরদিনই সবার উপরে। শিক্ষার্থীরা শিক্ষককে যেমন গভীর শ্রদ্ধা ও ভক্তি করে, শিক্ষক ও তেমনি শিক্ষার্থীকে সন্তান সুলভ স্নেহ করেন। প্রকৃত পক্ষে ছাত্র-শিক্ষকের সম্পর্ক অত্যন্ত মধুর ও বাৎসল্যপূর্ণ। তবে ইদানিং এই মায়াময় সম্পর্কটি ক্রমশঃ ক্ষীন হয়ে যাচ্ছে। পাঠ্যক্রম আয়ত্তের ব্যাপারে সঠিক সময়ে সঠিক কাজ সমাধান করা শিক্ষার্থী-শিক্ষক উভয়েরই অবশ্য কর্তব্য। এমনকি তার সামগ্রিক আচরনের ব্যাপারে শিক্ষক সর্বদা সতর্ক ও যত্নবান থাকবেন। বর্তমানে এই গুরুত্ব পূর্ন দিকটি হারিয়ে যাচ্ছে। নতুন প্রজ্রন্মকে বিশেষ করে পিছিয়ে পড়া নারী সমাজকে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে উচ্চ শিক্ষার লক্ষ্যে পৌঁছে দেয়ার ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে । কেননা উন্নয়নের ধারক ও বাহক নারী , তাকে শিক্ষিত ও শক্তিশালী করতেই হবে। বাংলাদেশের সকল ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে একটি দক্ষ জাতি গড়ার জন্য আমাদের সকলকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।